এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

ফায়ারফক্সের কিছু শর্টকাট

মজিলা ফায়ারফক্সের ব্যবহারকারীরা বেশ কিছু ব্রাউজার শর্টকাট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকে আরও স্বচ্ছন্দময় ও দ্রুত করে তুলতে পারেন৤ আপনাদের জন্য তেমন কিছু শর্টকাট নিচে দেওয়া হলো -

  • ·         সরাসরি ওয়েব লিখতে             Ctrl + L
  • ·         নতুন পৃষ্ঠা খুলতে                Ctrl + N
  • ·         নতুন ট্যাব খুলতে                Ctrl + T
  • ·         পরবর্তী ট্যাবে যেতে               Ctrl + Tab
  • ·         আগের ট্যাবে যেতে               Ctrl + Shift + Tab
  • ·         ট্যাব বন্ধ করার জন্য             Ctrl + W
  • ·         পেজ সেভ করতে                Ctrl + S
  • ·         পেজ রিলোড/রিফ্রেশ করতে          F5
  • ·         স্কিন জুড়ে ফায়ারফক্স দেখতে         F11
  • ·         হোম পেজে যেতে চাইলে            Alt + Home
  • ·         বুকমার্ক করতে চাইলে              Ctrl + D
  • ·         সরাসরি সার্চ বক্সে যেতে            Ctrl + K
  • ·         লেখাকে বড় করতে চাইলে           Ctrl + =
  • ·         লেখাকে ছোট করতে চাইলে          Ctrl + -
  • ·         পেজের নিচের দিকে আসতে চাইলে      Spacebar
  • ·         পেজের ওপরের দিকে আসতে চাইলে     Shift + Spacebar
  • ·         ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে চাইলে   Ctrl + F
  • ·         ব্রাউজিং হিস্টোরি দেখতে            Ctrl + H
  • ·         ডাউনলোড লিস্ট দেখতে             Ctrl + J
  • ·         কম্পিউটার থেকে কোনো ফাইল খুলতে    Ctrl + O
  • ·         ওয়েব পেজ প্রিন্ট নিতে              Ctrl + P
  • ·         পরের শব্দ খুঁজতে চাইলে             Alt + N
  • ·         স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www বসাতে -
  • ·         .com -এর ক্ষেত্রে                  Ctrl + Enter
  • ·         .net -এর ক্ষেত্রে                  Shift + Enter
  • ·         .org -এর ক্ষেত্রে                  Ctrl + Shift + Enter