এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

ফায়ারফক্সের কিছু শর্টকাট

মজিলা ফায়ারফক্সের ব্যবহারকারীরা বেশ কিছু ব্রাউজার শর্টকাট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকে আরও স্বচ্ছন্দময় ও দ্রুত করে তুলতে পারেন৤ আপনাদের জন্য তেমন কিছু শর্টকাট নিচে দেওয়া হলো -

  • ·         সরাসরি ওয়েব লিখতে             Ctrl + L
  • ·         নতুন পৃষ্ঠা খুলতে                Ctrl + N
  • ·         নতুন ট্যাব খুলতে                Ctrl + T
  • ·         পরবর্তী ট্যাবে যেতে               Ctrl + Tab
  • ·         আগের ট্যাবে যেতে               Ctrl + Shift + Tab
  • ·         ট্যাব বন্ধ করার জন্য             Ctrl + W
  • ·         পেজ সেভ করতে                Ctrl + S
  • ·         পেজ রিলোড/রিফ্রেশ করতে          F5
  • ·         স্কিন জুড়ে ফায়ারফক্স দেখতে         F11
  • ·         হোম পেজে যেতে চাইলে            Alt + Home
  • ·         বুকমার্ক করতে চাইলে              Ctrl + D
  • ·         সরাসরি সার্চ বক্সে যেতে            Ctrl + K
  • ·         লেখাকে বড় করতে চাইলে           Ctrl + =
  • ·         লেখাকে ছোট করতে চাইলে          Ctrl + -
  • ·         পেজের নিচের দিকে আসতে চাইলে      Spacebar
  • ·         পেজের ওপরের দিকে আসতে চাইলে     Shift + Spacebar
  • ·         ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে চাইলে   Ctrl + F
  • ·         ব্রাউজিং হিস্টোরি দেখতে            Ctrl + H
  • ·         ডাউনলোড লিস্ট দেখতে             Ctrl + J
  • ·         কম্পিউটার থেকে কোনো ফাইল খুলতে    Ctrl + O
  • ·         ওয়েব পেজ প্রিন্ট নিতে              Ctrl + P
  • ·         পরের শব্দ খুঁজতে চাইলে             Alt + N
  • ·         স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www বসাতে -
  • ·         .com -এর ক্ষেত্রে                  Ctrl + Enter
  • ·         .net -এর ক্ষেত্রে                  Shift + Enter
  • ·         .org -এর ক্ষেত্রে                  Ctrl + Shift + Enter

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

মোবাইল ভিডিও নামানোর কিছু সাইট

অনেকে ইন্টারনেট থেকে মোবাইল ফোনে ভিডিও নামাতে পছন্দ করেন৤ নিচের সাইডগুলো থেকে মোবাইলের উপযোগী উচুমানের ভিডিও নামানো যাবে-

‘আনস্টপেবল কপিয়ার’ দিয়ে করাপ্টেড ডিস্ক থেকে কপি

অনেক সময় হার্ডডিস্ক ড্রাইভের কিছু তথ্য নষ্ট বা করাপ্টেড হলে সাধারণভাবে ফাইল /ফোল্ডার কপি হয়না৤ ফলে ফাইল /ফোল্ডার কপি করতে গেলেই করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়৤ এমন সমস্যার সমাধান হলো ‘আনস্টপেবল কপিয়ার’৤ সফটওয়্যারটি চালু করে Source ও Target ফোল্ডার নির্বাচন করে Copy-তে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না৤ ফাইল সরিয়ে রাখতে (মুভ) চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে৤ মাত্র ৫০০ কিলোবাইটের মতো ফ্রীওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে Download করা যাবে৤

দুই ক্লিকেই কম্পিউটার চালু

সাধারণত আমরা কম্পিউটারের সুইচ টিপে কম্পিউটার চালু করি৤ কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোন সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়৤ আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডাবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি৤ এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del  কি চেপে Bios-এ প্রবেশ করুন৤ তারপর Power Management Setup নির্বাচন করে  Enter চাপুন৤ এখন Power On My Mouse নির্বাচন করে Enter দিন৤ Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন৤ এখন মাউসে ডাবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন৤ এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য৤ অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে৤

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস্

আপনার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে গেছে? নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন৤
  • Ctrl+Alt+Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন৤ তারপর Processes-এ  ক্লিক করুন৤ অনেকগুলো Program-এর তালিকা দেখতে পাবেন৤ এর মধ্যে বর্তমানে যে সকল Program কাজে লাগছেনা, সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে Close করে দিন৤ যদি ভুল করে কোন Program বন্ধ করে দেন এবং এতে যদি OS-এর কোন সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart করুন৤
  • Computer-এ RAM কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়৤ ভার্চুয়াল মেমোরী বাড়িয়ে কম্পিউটারের গতি কিছুটা বাড়ানো যায়৤ ভার্চুয়াল মেমোরী বাড়ানোর জন্য প্রথমে My Computer-এ মাউস রেখে ডান বাটন ক্লিক করে Properties-এ যান৤ এখন Advance-এ ক্লিক করে  Performance-এর Settings-এ ক্লিক করুন৤  আবার Advance-এ ক্লিক করুন৤ এখন Change-এ ক্লিক করে নতুন Windows এলে সেটির Initial size ও Maximum size -এ আপনার ইচ্ছে মতো Size লিখে Set-এ ক্লিক করে OK করে বেড়িয়ে আসুন৤ তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের Size-এর দ্বিগুন এবং Maximum size -এ র‌্যামের Size-এর চারগুন দিলে ভালো হয়৤
  • Control Panel-এ যান৤ Add or Remove-এ দুই ক্লিক করুন৤ Add/Remove windows components-এ ক্লিক করুন৤ নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহৃ তুলে দিন৤ তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন৤ নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না, সেগুলোর টিক চিহৃ তুলে দিয়ে OK করুন৤ এখন Next-এ ক্লিক করুন৤ Successful massage আসলে Finish-এ ক্লিক করুন৤