এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

‘আনস্টপেবল কপিয়ার’ দিয়ে করাপ্টেড ডিস্ক থেকে কপি

অনেক সময় হার্ডডিস্ক ড্রাইভের কিছু তথ্য নষ্ট বা করাপ্টেড হলে সাধারণভাবে ফাইল /ফোল্ডার কপি হয়না৤ ফলে ফাইল /ফোল্ডার কপি করতে গেলেই করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়৤ এমন সমস্যার সমাধান হলো ‘আনস্টপেবল কপিয়ার’৤ সফটওয়্যারটি চালু করে Source ও Target ফোল্ডার নির্বাচন করে Copy-তে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না৤ ফাইল সরিয়ে রাখতে (মুভ) চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে৤ মাত্র ৫০০ কিলোবাইটের মতো ফ্রীওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে Download করা যাবে৤

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন