এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

ওয়ার্ড ২০০৭ কিভাবে মিনি ফরমেটিং টুলবার থেকে মুক্ত হবেন:


ওয়ার্ড ২০০৭ এ যোগ হয়েছে নতুন একটি টুলবার, যার মাধ্যমে কোন ডকুমেন্ট হাইলাইট অবস্থায় দেখা যাবে। এটি আবার মাউসের সাথে উপরে/নিচে ওঠানামাও করবে। অনেকেই একে ফালতু টুলবার মনে করেন। তবে আসল বিষয় হচ্ছে এটাই এখানে বেশ বিতর্ক রয়েছে। আদৌ এটি উপকারী নাকি বিরক্তিকর। যারা একে বিরক্তিকর মনে করেন তারা চান এটি থেকে মুক্তি। আর তার জন্য যা দরকার তা হচ্ছে-
- একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে উপরের অফিস বাটন ক্লিক করুন
- মেন্যুর ওয়ার্ড অপশন এ ক্লিক করুন
- ওয়ার্ড অপশন ডায়ালগ বক্স আসবে
- পপুলার সিলেক্ট করুন, যেটি বাম দিকে পাবেন (যদি ডিফল্ট দ্বারা এটি সিলেক্ট করা না থাকে)
- টপ অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড এর অধীনে শো মিনি টুলবার অন সিলেকশন আনচেক করুন
- ওকে বাটন চাপুন