এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস্

আপনার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে গেছে? নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন৤
  • Ctrl+Alt+Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন৤ তারপর Processes-এ  ক্লিক করুন৤ অনেকগুলো Program-এর তালিকা দেখতে পাবেন৤ এর মধ্যে বর্তমানে যে সকল Program কাজে লাগছেনা, সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে Close করে দিন৤ যদি ভুল করে কোন Program বন্ধ করে দেন এবং এতে যদি OS-এর কোন সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart করুন৤
  • Computer-এ RAM কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়৤ ভার্চুয়াল মেমোরী বাড়িয়ে কম্পিউটারের গতি কিছুটা বাড়ানো যায়৤ ভার্চুয়াল মেমোরী বাড়ানোর জন্য প্রথমে My Computer-এ মাউস রেখে ডান বাটন ক্লিক করে Properties-এ যান৤ এখন Advance-এ ক্লিক করে  Performance-এর Settings-এ ক্লিক করুন৤  আবার Advance-এ ক্লিক করুন৤ এখন Change-এ ক্লিক করে নতুন Windows এলে সেটির Initial size ও Maximum size -এ আপনার ইচ্ছে মতো Size লিখে Set-এ ক্লিক করে OK করে বেড়িয়ে আসুন৤ তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের Size-এর দ্বিগুন এবং Maximum size -এ র‌্যামের Size-এর চারগুন দিলে ভালো হয়৤
  • Control Panel-এ যান৤ Add or Remove-এ দুই ক্লিক করুন৤ Add/Remove windows components-এ ক্লিক করুন৤ নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহৃ তুলে দিন৤ তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন৤ নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না, সেগুলোর টিক চিহৃ তুলে দিয়ে OK করুন৤ এখন Next-এ ক্লিক করুন৤ Successful massage আসলে Finish-এ ক্লিক করুন৤

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন