এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

ওয়ার্ড ২০০৭ কিভাবে মিনি ফরমেটিং টুলবার থেকে মুক্ত হবেন:


ওয়ার্ড ২০০৭ এ যোগ হয়েছে নতুন একটি টুলবার, যার মাধ্যমে কোন ডকুমেন্ট হাইলাইট অবস্থায় দেখা যাবে। এটি আবার মাউসের সাথে উপরে/নিচে ওঠানামাও করবে। অনেকেই একে ফালতু টুলবার মনে করেন। তবে আসল বিষয় হচ্ছে এটাই এখানে বেশ বিতর্ক রয়েছে। আদৌ এটি উপকারী নাকি বিরক্তিকর। যারা একে বিরক্তিকর মনে করেন তারা চান এটি থেকে মুক্তি। আর তার জন্য যা দরকার তা হচ্ছে-
- একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে উপরের অফিস বাটন ক্লিক করুন
- মেন্যুর ওয়ার্ড অপশন এ ক্লিক করুন
- ওয়ার্ড অপশন ডায়ালগ বক্স আসবে
- পপুলার সিলেক্ট করুন, যেটি বাম দিকে পাবেন (যদি ডিফল্ট দ্বারা এটি সিলেক্ট করা না থাকে)
- টপ অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড এর অধীনে শো মিনি টুলবার অন সিলেকশন আনচেক করুন
- ওকে বাটন চাপুন

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

কিভাবে এক্সেল এ আউটলুক কন্টাক ফিরিয়ে আনবেন:

মাইক্রোসফট অফিস ২০০০, ২০০২, ২০০৮ এবং মাইক্রোসফ্ট এক্সচেঞ্জ সার্ভার এর সাথে মাইক্রোসফ্ট আউটলুট একত্রিত করা হয়েছে। আউটলুক মূলত একটি ই-মেইল ম্যানেজার যার মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডারিং এবং কন্টাক ম্যানেজমেন্ট সম্ভব হবে। আউটলুক ই-মেইল ম্যাসেজকে পরিবর্তন, পরিবর্তন করতে সহায়তা করবে। আউটলুকে এক্সপোর্ট/ইমপোর্ট সংযোগ এর মাধ্যমে ফুল ব্যাকআপ সম্ভব হবে। এক্সেল ফাই আউটলুক কন্টাক ব্যাকআপ করতে।
- স্টার্ট বাটন চাপুন
- প্রোগ্রাম এ যান এবার যান মাইক্রোসফ্ট আউটলুক এ যার মধ্যে কন্টাক্ট এক্সপোর্ট সম্ভব হবে।
- ফাইল মেন্যুতে যান। এক্সপোর্ট/ইমপোর্ট অপশন ক্লিক করুন। এক্সপোর্ট এ ক্লিক করে নেক্সট চাপুন।
- নতুন ডায়ালগ বক্সে মাইক্রোসফ্ট এক্সেল চুজ করুন আর চাপুন নেক্সট।
- কন্টাক্ট ফোল্ডার সিলেক্ট করুন, যেটা আপনি ব্যাকআপ করতে চান, চাপুন নেক্সট।
- নাম আর লোকেশন চুজ করুন আর সেভ করে রাখুন ফাইলটি, চাপুন নেক্সট
- এবার ফিনিশ চাপুন আর এতেই ব্যাকআপ প্রসেজিউর শুরু হবে। আর এতে আপনি রাখতে পারবেন যত খুশি তত কন্টাক্ট।
ছোট্ট এই পরিসরে আমরা বেশ কিছু টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে আলোচনা করলাম। আশা করছি ভালো লেগেছে। আপনি ও আপনার প্রযুক্তির শুভ কামনায়

  CITY-MAX COMPUTER & MULTIMEDIA

Well Come

CITY-MAX COMPUTER & MULTIMEDIA